টুঙ্গিপাড়ায় মন্দির ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার আয়োজনে পাটগাতী লঞ্চঘাটে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হক মিন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫৫০ জন শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান, সচিব জহির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার মিন্দিরভিত্তিক ৫৫০ জন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হলো।