যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর-কোটাখোল অভ্যন্তরীন সড়কের জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলো, সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মাদ সাজেদুর রহমান দূর্ঘটনার বিষয় নিশ্চত করে বলেন, নিহত দু’জনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মটরসাইকেল চালানোর কোন দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মটরসাইকেল চালানোর কারনে দূর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দুইজনই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।