সরকারি পুকুরে বিষ প্রয়োগে মৎস্য নিধন ও প্রতিপক্ষকে মারধর

সরকারি পুকুরে বিষ প্রয়োগে মৎস্য নিধন ও প্রতিপক্ষকে মারধর

 যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জে সরকারি পুকুরে বিষ প্রয়েগ করে মৎস্য নিধন এবং এর জেরে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরগোবরা গ্রামে জেলা পরিষদের পুকুর থেকে গত ১১ মার্চ সকালে স্থানীয়রা মাছ ধরে ভাগাভাগি করে নেয়। এদিন রাতে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ব্যাক্তি পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মৎস্য নিধন করে। এই ঘটনার প্রেক্ষিতে যারা মাছ ধরে নিয়েছে তাদেরই একটি গ্রুপ প্রতিপক্ষ পার্শবর্তী  ৬ নং ওয়ার্ডের মেম্বার মো: মন্টু শেখের বিরুদ্ধে জেলা পরিষদে পকুরে বিষ প্রয়োগের অভিযোগ করেছে।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিযুক্ত মন্টু শেখের সঙ্গে অভিযোগকারী মো: মাইনুল ইসলাম  ও  হাসেম কাজীর শত্রুতা রয়েছে।  পূর্ব শত্রুতার জেরে মন্টু শেখকে হয়রানি করতেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এই মাছ ধরার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই । তাছারা সে অন্য ওয়ার্ডের মেম্বার। মাঝে মধ্যে তিনি এই পুকুরে গোসল করতে আসন। তিনি পুকুরে বিষ প্রযোগ করে মাছ ধরে নিয়ে গেছেন সেটি সম্পুর্ণ ভিত্তিহীন। অভিযুক্ত পার্শবর্তী ৬ নং ওয়ার্ডের মেম্বার মন্টু শেখ  বলেন, গত  ১ জানুয়ারী অভিযোগকারী মো: মাইনুল ইসলাম চর গেবরা শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে এবং বেশ কিছু সারঞ্জাম ভাংচুর করে। এর দরুন মো:  মাইনুলের  বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এই মামলার পর থেকে সে ক্ষিপ্ত হয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে।  


এ বিষয়ে অভিযোগকারী মো: মাইনুল ইসলাম  ও হাসেম কাজীর বক্তব্য চাইলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।এদিকে এই ঘটনার প্রেক্ষিতে  সাংবাদিকরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বক্তব্য নেয়ার সময় অভিযোগকারী মো: মাইনুল ইসলাম  ও হাসেম কাজী সাংবাদিকদের সামনেই সাক্ষীদের হুমকি ধমকি দিয়ে মারধরের চেষ্টা করে। সাংবাদিকরা চলে আসার পর তার পুকুর পাড়ের বাসিন্দা রিন্টু কাজীকে মারধর করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছ্ ।এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার এসআই  সাইদুল ইসলাম বলেন,  আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  আইনগত   ব্যবস্থা গ্রহণ করা হবে।


গোপালগঞ্জের জেলা পরিষদের সার্ভেয়ার হারুনুর রশিদ জানান, এ বিষয়ে জেলা পরিষদে একটি অভিযোগ এসেছে । এর প্রেক্ষিতে ইতোমধ্যেই পুকুরে সরেজমিনে গিয়ে তদন্ত করে বিষ প্রয়োগের বিষটি নিশ্চিত হয়েছেন তিনি। আগামীতে এ বিষয়ে দোষীদের সনাক্ত করে সমুচিৎ ব্যবস্থা নেবে কতৃপক্ষ।