যুগকথা রিপোর্ট
গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে অনিয়ম, দুর্নিতী ও অব্যবস্থাপনার দায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার বিরেুদ্ধে ব্যাবস্থা ও বদলীর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা সদর- কান্দি সড়কের হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন আয়োজন করেন সেবা বঞ্চিত রোগীরা। এর আগে, ডিজিটাল এক্স-রে মেশিন বাক্স বন্দি কেনো? স্বাস্থ্য মন্ত্রী জবাব চাই, হাসপাতালের ঔষধ কোথায় যায়? স্বাস্থ্য মন্ত্রী জবাব চাই, অদক্ষ কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার বদলী চাই সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহকারে শতশত জনতা উপস্থিত হতে থাকে মানব বন্ধন স্থলে।
আবাল-বৃদ্ধ-বনিতা সব বয়সের আন্দোলন কারীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে ব্যবস্থা ও বদলীর দাবিতে বিভিন্ন ভাষায় দিতে থাকে শ্লোগান। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি মশিউর রহমান, সেবা বঞ্চিত- গোকুল মজুমদার, রেভা মৃধা, সাবিনা ইয়াসমিন, রেখা মৃধা, স্নেহলতা বাড়ৈ। অন্যদের মধ্যে- বিভিন্ন এলাকা থেকে আগত সেবা বঞ্চিত রুগীদের স্বজন, শিক্ষার্থী, যানবাহন চালক, পথচারী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।