কলম্বো টেস্ট: চাচা–ভাতিজার ব্যাটে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের জবাব

কলম্বো টেস্ট: চাচা–ভাতিজার ব্যাটে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের জবাব

তিন সংস্করণেই আফগানিস্তানের অপরিহার্য সদস্য হিসেবে ইব্রাহিম জাদরান নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেই ইব্রাহিমের চাচা নুর আলী জাদরানের টেস্ট অভিষেক হয়েছে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়ে।

দুই দিন আগে চাচা নুর আলীর হাতে ভাতিজা ইব্রাহিমই টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন। আফগান ইনিংসের শুরুটাও করেছিলেন তাঁরা। কিন্তু প্রথম ইনিংসে চাচা-ভাতিজা জুটির স্থায়িত্ব ছিল মাত্র ২ বল। ম্যাচের দ্বিতীয় বলেই আউট হয়েছিলেন ইব্রাহিম।

তবে দ্বিতীয় ইনিংসে সেই চাচা-ভাতিজা জুটিই গড়েছেন ইতিহাস। ‘জাদরান পরিবারের’ সৌজন্যেই টেস্টের উদ্বোধনী জুটিতে প্রথমবার শতরান দেখেছে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি ২৫৮ বল খেলার আফগান রেকর্ডও গড়েছেন ইব্রাহিম ও নুর।

তাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লঙ্কানদের পাল্টা জবাব দিতে শুরু করেছে আফগানরা। ১ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৯৯ রান তুলে ফেলেছে সফরকারীরা, তৃতীয় দিন শেষে লঙ্কানদের চেয়ে পিছিয়ে ৪২ রানে।