যুগকথা রিপোর্টঃ
আজ বুধবার সকাল ১০.২০ মিনিটে টেকেরহাট ফরিদপুর সড়কের ছাগোলছেড়া নামক স্থানে বাস ও মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।লাশ ভাঙ্গা হাই ওয়ে পুলিশ ভাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সে রেখেছেন।মাইক্রোবাস ক্ষাতিগ্রস্হ হয়েছে।গাড়ী দুটী পুলিশের জিম্মায় রয়েছে।এব্যাপারে মামলা হবে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ থানা।