পাকিস্তান নাকি ভারত—বাটার চিকেনের উদ্ভব কোথায়, দিল্লির হাইকোর্টে মামলা

পাকিস্তান নাকি ভারত—বাটার চিকেনের উদ্ভব কোথায়, দিল্লির হাইকোর্টে মামলা

ভারতের জনপ্রিয় খাবারগুলোর ভেতরে প্রথম দিকেই থাকবে বাটার চিকেন আর ডাল মাখনি। মজা করে বাটার চিকেনকে অনেকে ডাকেন ন্যাশনাল ডিশ। যদিও ভারতের কোনো অফিশিয়াল জাতীয় খাবার নেই। সম্প্রতি এই দুই খাবারের আবিষ্কার কে করেছেন, তা নিয়ে বেশ হইরই আর বিতর্ক চলছে। এমনকি মামলা পর্যন্ত গড়িয়েছে দিল্লির হাইকোর্টে। দিল্লির দরিয়াগঞ্জ রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা করেছে মোতিমহল রেস্তোরাঁ। দুই পক্ষেরই দাবি, বাটার চিকেন ও ডাল মাখনি তাদের পূর্বপুরুষের আবিষ্কার। সুতরাং, তারাই স্বত্বাধিকারী।