কোটালীপাড়া নবাগত ইউএনও সাথে খেলাফত মজলিসের শুভেচ্ছা বিনিময়
কোটালীপাড়া, বাংলাদেশ খেলাফত মজলিস
প্রতিনিধি কোটালীপাড়া: নিজের দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবাগত ইউএনও সাগুফতা হক। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কোটালীপাড়া উপজেলা শাখার প্রতিনিধি দল।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হৃদ্রতাপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা আদান-প্রদান হয়।
এ সময় উপজেলায় ঘটিত বিভিন্ন সমাজিক অবক্ষয়সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় কালে নবাগত কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, আমি কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন যোগদান করেছি। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কোটালীপাড়া উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান, এ জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। যে কোন ধরনের বেআইনি তৎপরতা কাউকে করতে দেয়া হবে না। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় খেলাফত মজলিস কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির বিন সুলতান, জেলা যুব মজলিসে জিম্মাদার মাওলানা সাদ আহম্মেদ, উপজেলা শাখার যুব মজলিসের জিম্মাদার মাওলানা নূরুল ইসলাম মাওলানা মাসুদুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।