গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

যুগকথা  রিপোর্টঃ

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

 গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ মহাপরিদর্শক এইচএম শাহাদাত, সদর পুলিশ সার্কেলের ইনচার্জ মোঃ মোস্তাফিব রহমান, বিসিকের এজিএম হ.র.ম. রফিকউল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, গোপালগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রফিকুল হাসান লিমন, জুয়েল হোসেন, তানিয়া আক্তার, জেকে পলিমারের প্রতিনিধি কুতুব উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 ২য় সভায় আগামী ৩য় সভার আগে গৃহ শিশু শ্রমিকের সংখ্যা নিরুপন ও গোপালগঞ্জ পৌরসভার ৮ নং ওর্যার্ডকে শিশু শ্রমিক মুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা শ্রম ক্রইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।