গোপালগঞ্জে জমিজমা কে কেন্দ্র করে সংঘর্ষ 

গোপালগঞ্জে জমিজমা কে কেন্দ্র করে সংঘর্ষ 

যুগ কথা রিপোর্ট: 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি জমা কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে কুরবান শিকদার ৫৫ নামে এক ব্যক্তিকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় মারপিট ঠেকাতে এলে পারভেজ শিকদার নামে আরেক যুবক মারাত্মক আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাগরকান্দা বেপারী পাড়া এলাকায়। 
সরজমিনে গিয়ে জানা যায়, আহত কুরবান শিকদার এর সাথে জমিজমা নিয়ে একই গ্রামের রুবেল শিকদারের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সকালে রুবেল শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী কুরবান শিকদার এর ফলের দোকানে এসে অতর্কিত হামলা করে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুরবান শিকদারকে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় তার ছেলে পারভেজ সিকদার ঠেকাতে গেলে তাকেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে সন্ত্রাসী বাহিনী। এরপর তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সেখানের স্থান ত্যাগ করে সন্ত্রাসী বাহিনী। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
এ ব্যাপারে আহত কুরবান শিকদারের সাথে কথা হলে তিনি দৈনিক যুগকথাকে বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে গিয়ে আমার ফলের দোকান খুলি এবং ব্যবসায়িক কাজকাম করতে থাকি। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার রুবেল শিকদার গং অতর্কিতভাবে আমার দোকানে এসে হামলা চালায় এবং আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক যখন করে। আমার উপর হামলা ঠেকাতে এসে আমার ছেলে সেও মারাত্মক ভাবে আহত হয়। বর্তমানে আমি খুবই অসুস্থ বেশি কথা পর্যন্ত বলতে পারছিনা। একটু সুস্থ হবার পরেই আমি আইনের আশ্রয় নেব। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 
এ ব্যাপারে রুবেল শিকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। 
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণের একটাই দাবি এমন ঘটনা যদি ঘটতে থাকে তাহলে মানুষের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা কমে যাবে। তাই দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তাঁরা।