গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যুগকথা রিপোর্টঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের পাশ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনের সভাপতিত্বে বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
অন্যদিকে, যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়ও দিবসটি পালিত হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভা করা হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য দেন।