যুগকথা রিপোর্ট :
কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারের জন্য গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে "কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪" উদযাপন উপলক্ষ্যে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়ায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর হলরুমে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে কারিগরি শিক্ষার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার বিকল্প অন্য কিছু হতে পারে না। চাকরির পিছনে না ছুটে কারিগরি শিক্ষা গ্রহণ করে যে কোন ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চাকরির সুযোগ থাকে। কারিগরি শিক্ষা নেব বেকার মুক্ত বাংলাদেশ গড়বো। একটাই লক্ষ্য হতে হবে দক্ষ। বাড়ছে সুযোগ বাড়ছে কাজ কারিগরি শিক্ষা নেব আজ। কারিগরি শিক্ষা গ্রহণ করি দক্ষ হাতে দেশ গড়ি। কারিগরি শিক্ষার অবদান বেকার সমস্যার সমাধান। এমন ধরনের উক্তি করেন বক্তারা।
উক্ত সেমিনারে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ জহুরুল হক, অধ্যক্ষ, কাশিয়ানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ; এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র; মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুষার কান্তি সরকার, ইন্সট্রাক্টর (টেক) আরএসি, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট; উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল আহসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, আকুঞ্জী মেহেদী হাসান, বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।