গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা

যুগকথা রিপোর্ট  : 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) ২৪ জুন,২০২৪ (বাসস) আমরা ক্লাস্টার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দিনব্যাপী শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে লীড ব্যাংক সোনালী ব্যাংকপিএলসি গোপালগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান , অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার এস. এম. ইস্রাফিল হোসেন, রূপালী ব্যাংকের গোপালগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার ডিজিএম মোঃ ফরহাদ হোসেন খান ও বাংলাদেশ কৃষি ব্যাংকের গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মুহাম্মদ মোমিনুল ইসলাম ।

সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ শামীম আজাদের সভাপতিত্বে ও জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাবস্থাপক এজিএম মেহেদী মাহমুদ মোল্রার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সোনালী ব্যা্ংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ইউসিব‘র গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ফজলুল হক মুকুল, উদ্যোক্তা তানিয়া রানী কর্মকার, রেক্সনা বেগম, মাকসুদা বেগম, শিমুল বেগম, শারমিন নাহার বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
কর্মশালায় গোপালগঞ্জের ৩০ টি ব্যা্ংকের ব্যাস্থাপক, কর্মকর্তা ও ৫০ জন উদ্যোক্তা অংশ নেন। পরে ১০ উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋনের ৫০ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা । অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তাই সেবামূলক ব্যবসা বিকাশে আমরা ক্লাস্টারকে এগিয়ে নিতে চাই। এখাতে অর্থায়ন বৃদ্ধি করে ক্লাস্টারকে আমরা বিকাশিত করব। তারা দেশের অর্থনীতিকে গতিশীল করবে । দেশের সমৃদ্ধিতে অবদান রাখবে। এমনটিই আমাদের প্রত্যাশা।