মূল সড়কের উপরে এবং পথচারী পারাপারের রাস্তা বন্ধকরে অবৈধভাবে যত্রতত্র ব্যাটারী চালিত ইজি বাইক ও থ্রি-হুউলার পাকিং

2 / 2

2.

 ক্যাপশন: মূল সড়কের উপরে এবং পথচারী পারাপারের রাস্তা বন্ধকরে অবৈধভাবে যত্রতত্র ব্যাটারী চালিত ইজি বাইক ও থ্রি-হুউলার পাকিং করায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রাস্তা পারাপার করছে সাধারন পথচারীগন। বিয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীর সামনে হলেও তারা এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে। ছবিটি গতকাল গোপালগঞ্জ শহরের প্রানকেন্দ্র লঞ্চঘাট এলাকা থেকে তোলা। -ছবি: দৈনিক যুগকথা।

Previous