আজ দুপুর বারোটায় গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ে ব্যাংকটির ২১৭ তম শাখার উদ্বোধন
গোপালগঞ্জে আল -আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. গোপালগঞ্জ উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুর বারোটায় গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ে ব্যাংকটির ২১৭ তম শাখার উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে আল -আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর. চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল -আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ী বৃন্দ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ।