দৈনিক যুগকথা পত্রিকার প্রতিষ্ঠাতা এর ১৯ তম মৃত্যুবার্ষিকী
যুগকথা রিপোর্টঃ গোপালগঞ্জ থেকে প্রকশিত জেলার প্রথম দৈনিক সংবাদপত্র "দৈনিক যুগ কথা" পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড শেখ মোহাম্মদ ইলিয়াস এর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ।
গত ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি মৃত্যুর আগ পর্যন্ত জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও খেতমজুর ইউনিয়নের সভাপতি ছিলেন। মরহুম শেখ মোহাম্মদ ইলিয়াসের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে।
মরহুমের স্মরণে দৈনিক যুগ কথা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ মোহাম্মদ ইলিয়াস দর্জি শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, স-মিল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে তোলেন। এছাড়া গোপালগঞ্জের প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার উদীচীর অন্যতম উপদেষ্টা হিসেবে ভূমিকা রেখে গেছেন। তিনি তার তার জীবদ্বশায় সব সময়ে গোপালগঞ্জের সাধারণ মানুষের নাগরিক অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। বিভিন্ন সময়ে নাগরিক অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। তিনি দৈনিক যুগকথা পত্রিকা প্রকাশের মাধ্যমে গোপালগঞ্জে সংবাদপত্র জগতে আমূল পরিবর্তন আনেন। প্রতিদিন পত্রিকা প্রকাশ এবং সেগুলি পাঠকের হাতে পৌঁছে দেওয়াই ছিল তার সারাদিনের কাজ। এছাড়া সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং সমাজের অসঙ্গতি তিনি তার পত্রিকার মাধ্যমে তুলে ধরতেন। রাজনীতিবিদ হিসেবে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রে ও তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। শেখ মোহাম্মদ ইলিয়াস ছিলেন অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সৈনিক। শোষণ মুক্ত সমাজ গঠনে তিনি নিয়োজিত ছিলেন।আজ আর তিনি নেই,রেখে গেছেন স্ত্রী তিন কন্যা,অসংখ্য গুনগ্রাহী, আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে কমরেড শেখ মোহাম্মদ ইলিয়াসের অভাব গোপালগঞ্জ বাসী বোধ করছেন।তিনি বেঁচে থাকবেন তার ফেলে রেখেযাওয়া কাজের মধ্যে। উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন এই মানুষটি সকলের অনুকরণীয়।