গোপালগঞ্জে আলোচিত সেই চার সন্তানের বাবার জামিন মঞ্জুর

গোপালগঞ্জে আলোচিত সেই চার সন্তানের বাবার জামিন মঞ্জুর
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের উপজেলার আলোচিত ৪ সন্তানের বাবা দিনমজুর জামাল মিয়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হবার পরে অবশেষে  জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফিরোজ মামুন এ জামিন দেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর থানা আমলি আদালত) জিআরও এএসআই লাভলী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যা মামলার সন্দেহভাজন আসামি দিনমজুর জামাল মিয়ার পক্ষে জামিন আবেদন করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট শারমিন জাহান। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন জামাল মিয়া। সে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা ঘটনায় জড়িত। সেজন্য তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে। আজ বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি দেন। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে দুই নবজাতক বোনকে নিয়ে দিশেহারা ভাই সাজ্জাদ এমন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। সেখানে আরো উল্লেখ করা হয়, এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার (১৩) যমজ দুই বোন। তার এক সপ্তাহ পর মারা যান মা। গত শুক্রবার রাজনৈতিক মামলায় কারাবন্দি হন সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে সাজ্জাদ। বোনদের মুখে দিতে পারছে না খাবার। উক্ত সংবাদ এবং ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে বিভিন্ন মানুষের হৃদয়ের দাগ কাটে, অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অবশেষে আজ সংবাদের জের ধরে জামাল মিয়ার জামিন মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
এদিকে জামাল মিয়ার জামিন মঞ্জুর হওয়ার সন্তুষ্ট প্রকাশ করেছে গ্রামের সর্বস্তরের জনগণ।