যুগকথা রিপোর্টঃ
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন গোপালগঞ্জ জেলা রোভারের তিনি সদস্য। তারা হলেন বশেমুরবিপ্রবির অনিক কুমার সাহা, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের অমিত হাসান এবং কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের কেএম মাশরাফি। গতকাল বৃহস্পতিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজে (পটুয়াখালী) গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন রোভার সদস্যরা। 'গাছ লাগিয়ে ভরবো এ দেশ, তৈরি করবো সুখের বাংলাদেশ' 'সোনালী আঁশে দেশ গড়ি, প্লাস্টিক পণ্য বর্জন করি' 'আইন মেনে পথ চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এই তিনটি শ্লোগান নিয়ে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে তারা যাত্রা শুরু করেন।