গোপালগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় আসিয়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের চরগোবরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিয়া খাতুন চরগোবরা গ্রামের আলমগীর শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এনা পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত শিশুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম মজুমদার বলেন, শিশুটির মরা দেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে চিহ্নিত করে আটক করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।