গোপালগঞ্জে আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত।
যুগকথা রিপোর্টঃ
৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে গোপালগঞ্জ জেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জমির কাগজপত্র ও ঘরের চাবি তুলে দেয় স্ব স্ব উপজেলা প্রশাসন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হল রুমে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা প্রশাসক টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০টি উপকারভোগী পরিবারের হাতে জমির কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর তুলে দেন।
এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে ৩৪১জন উপকার ভোগীর হাতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফারহানা জাহান উপমা জমির কবুলিয়ত সহঅন্যা্য কাগজপত্র তুলে দেন।
এছাড়া কোটালীপাড়া উপজেলায় ১৫টি, মুকসুদপুরে ২১৯টি ও কাশিয়ানীতে ১১১টি উপকার ভোগীর হাতে চাবী ও কাগজপত্র তুলে দেন স্ব স্ব উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন,গোপালগঞ্জের পাঁচটি উপজেলার জন্য ৫হাজার ১০৭টি ঘরের চাহিদার বিপরীতে ৫হাজার ১০৭টি ঘর বরাদ্দ পাওয়া যায়। আজ ৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলার সকল ভমিহীন পরিবার ঘর পেয়েছেন।আজ থেকে গোপালগঞ্জ জেলা শতভাগ ভূমিহীন মুক্ত হলো।