যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জ জেলায় উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে তিন উপজেলা গোপালগঞ্জ সদর কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যন পদে নির্বাচিত কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রতীক ভোট পেয়েছেন ৩১৬৫৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলী আনারস প্রতীক ভোট পেয়েছেন ২৯৮৬৪
ভাইস চেয়ারম্যান পদে সুশীল বিশ্বাস শিপন উড়োজাহাজ মার্কা ভোট পেয়েছেন ২৮২৪০ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজিজুল ইসলাম সিকদার তালা প্রতীক ভোট পেয়েছেন ২৮০৬৫ সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিরুন্নাহার হাঁস প্রতীক ভোট পেয়েছেন৫৪০২৬ নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানাজ নাজনীন বাবলী কলস প্রতীক ভোট পেয়েছেন ৪৫৭৭০ মোট ভোটার ২৯৩১৫১ ভোট কেন্দ্র সংখ্যা ১১৯।
কোটালীপাড়া উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিমল বিশ্বাস দোয়াত কলম প্রতিক ভোট পেয়েছেন ৪০২৭১ নিকটতম প্রতিদ্বন্দ্বী মূজিবুর বহমান হাওলাদার চিংড়ী মাছ প্রতীক ভোট পেয়েছেন ৩৯২৮২
ভাইস চেয়ারম্যান পদে দেব দুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীক ভোট পেয়েছেন ৬৯৫৩৭ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিক
উজ্জামান বিশ্বাস তালা প্রতীক ভোট পেয়েছেন ৪২৭৩৬ সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন বেগম কলস প্রতীক ভোট পেয়েছেন ৪৫৯৮৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীনা মন্ডল পদ্মফুল প্রতীক ভোট পেয়েছেন ২৫৭৮২ মোট ভোটার ২০৫১৪৬ কেন্দ্র সংখ্যা ৭৭
টুঙ্গীপাড়া উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত মোঃ বাবুল শেখ দোয়াতকলম প্রতীক ভোট পেয়েছেন ৪০৭৩৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাসুদুল হক ভোট পেয়েছেন ১৯৯৫১।ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল ওহাব শেখ উড়োজাহাজ প্রতীক ভোট পেয়েছেন ২০৯৭৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসীম কুমার বিশ্বাস বৈদ্যুতিক বাল্ব প্রতীক ভোট পেয়েছেন ১৬২০৬ সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস পারুল বেগম হাঁস প্রতীক ভোট পেয়েছেন ১৬০৩৭ নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলালী রানী মন্ডল কলস প্রতীক ভোট পেয়েছেন ১৩৮৪০ মোট ভোট সংখ্যা ৯০১৩২ কেন্দ্র সংখ্যা ৩১
প্রাপ্ত সূত্রঃ উপ জেলা নির্বাচন অফিসার, গোপালগঞ্জ,কোটালীপাড়া ও টঙ্গীপাড়া উপজেলা, গোপালগঞ্জ।