কোটালীপাড়ায় জায়গা জমির জেরে হামলা মারপিট নারী সহ আহত ৭ !

কোটালীপাড়ায় জায়গা জমির জেরে হামলা মারপিট নারী সহ আহত  ৭ !

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিটে, আসমা বেগম (৪০), দিলরুবা বেগম (২৫), খাদিজা বেগম (২০), চাঁদনী বেগম (২০), লিপি বেগম (৩০), হাইউল কাজী (৩৫), এবং সাইফুল কাজী (৩০) সহ সাত জন আহত হয়েছে। আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। এদের মধ্যে আসমা বেগম ও লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

গতকাল সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে। জানা যায়, এলাকার হামেদ কাজী ও বাদশা তালুকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় পূর্বে একাধিক বার বিবাদ ঘটলেও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকের মাধ্যমে সুরাহা করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাহাদাৎ কাজী, আমিনুর কাজী, সাইফুল কাজী, দিলরুবা বেগম সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- আমাদের পুকুর পাড়ে সবজি ক্ষেত নষ্ট করতে বাধা দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুর তালুকদারের নেতৃত্বে তুষার তালুকদার, সাব্বির তালুকদার, ইছা তালুকদার, সজল তালুকদার, রাসেল তালুকদার, মোরসালিন তালুকদার, আসমা বেগম সহ বিশ পচিশ জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সংঘবদ্ধ ভাবে সন্ধ্যায় আমাদের বাড়ীতে ঢুকে হামলা চালিয়ে মারপিঠ ভাংচুর লুটপাট করে, আামরা এই সন্ত্রাসীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে অভিযুক্ত সাব্বির তালুকদার ও তুষার তালুকদারের সাথে কথা বলতে চাইলে, অন্যদেরকে কথাবলতে বাধা দিয়ে সঠকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে