যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক-ডিএই উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক (প্রশাসন) কৃষিবিদ ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ।
গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জহিরুল হক, ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার বর্নি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।