কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
যুগকথা রিপোর্ট :
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্স প্রাপ্ত গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে কোটালীপাড়ার পাবলিকিয়ানদের সংগঠন পূর্বাভাস। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমনা হাজরা, এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, সাবেক জেলা পরিষদ সদস্য দেব দুলাল বসু পল্টু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান তাজ বুলবুল, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, ঢাকা বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী- অনুষ্ঠানের আহবায়ক আশিক খান, আলফারাহ চিতাম, সোমা দত্ত। এ সময় অন্যদের মধ্যে- ঢাকা বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী- অনুষ্ঠানের আহবায়ক নাসরুল্লাহ হাওলাদার, রেজোয়ান শেখ, জেরিন জাহান ভাবনা, হাসনাইন শেখ, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী- আলী কাজী, অপু মুন্সি, রাজশাহী বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী- মাহফুজুর রহমান, আব্দুর রহিম শেখ, যশোর বিশ্ব বিদ্যালয়ের শেফা খানম, খুলনা বিশ্ব বিদ্যালয়ের তরুন দাস, কুয়েট এর সৌরভ, সাবেক শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলেদেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।