মূল সড়কের উপরে এবং পথচারী পারাপারের রাস্তা বন্ধকরে অবৈধভাবে যত্রতত্র ব্যাটারী চালিত ইজি বাইক ও থ্রি-হুউলার পাকিং
1.
গোপালগঞ্জ শহরের প্রানকেন্দ্র লঞ্চঘাট ব্রিজের চারপাশের পথচারী পারাপারের রাস্তা ও মূল সড়কের একটি অংশ দখল করে এভাবেই প্রতিদিন সাধারন পথচারীদেও জিম্মি করে রাখছে একটি দল। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে সাধারন শিক্ষার্থীসহ পথচারীগন। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। তবে প্রশাসন রয়েছে নিরব ভূমিকায়। ছবিটি গতকাল গোপালগঞ্জ শহরের প্রানকেন্দ্র লঞ্চঘাট এলাকা থেকে তোলা। -ছবি: দৈনিক যুগকথা।