কোটালীপাড়া প্রতিনিধিঃ প্রমথ সরকার
বিএনপি ও তার সহযোগী সংগঠনে কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের স্থান হবে না বলে জানিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন। গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত স্থানীয় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা জানান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের দেখতে চাই না। যদি আমাদের দলের কোন নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি আপনাদের কাছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদকসেবনের অভিযোগ আসে তাহলে আমাদের কাছে জানালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে সম্মেলনটির উদ্বোধন করেন। পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এফ এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে দ্বিতীয় পর্বে এইচ এম শহীদকে সভাপতি ও রফিকুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।