যুগকথা রিপোর্ট:
গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জিকরুল মোল্লা (৬৫) তিনি পেশায় ভ্যানচালক। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী। নিহত ভ্যানচালক জিকরুল মোল্লা গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী এলাকা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানটির চালক নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০দযন্ত্র বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।