গোপালগঞ্জে বিনাধান-২২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস
যুগকথা রিপোর্টঃ
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্নবিনাধান-২২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুররেল স্টেশন এলাকায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠদিবসের আয়োজন করে।বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা)মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ ভার্চুয়ালপ্লাটফর্মে যুক্ত হয়ে এতে প্রধান অতিথির বক্তব্য দেন।
ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনারপরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃমনজুরুল আলম মন্ডল।বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওউর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসেকাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, গোপালগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক ইমাম হোসাইন, বিনার ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার ৬০ জন কৃষক-
কৃষাণী অংশ নেন।