গোপালগঞ্জে আগামী মার্চে যাত্রা শুরু করতে যাচ্ছে বনফুল অ্যান্ড কোং

গোপালগঞ্জে আগামী মার্চে যাত্রা শুরু করতে যাচ্ছে বনফুল অ্যান্ড কোং

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রায় পাঁচশত বেকার জনগোষ্ঠীর
ব্যাপক কর্মসংস্থানের মধ্যে দিয়ে আগামী এক মাসের ভিতর গোপালগঞ্জে বনফুল ভান্ডারের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রজেক্ট চালু হতে যাচ্ছে।

গোপালগঞ্জ শহরের অদূরে হরিদাসপুর নতুন বিসিক এর ভেতরে দৃষ্টিনন্দন ও আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই প্লান্টে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষেরা বনফুলের খাবার সামগ্রী অতি সহজেই তাদের দোরগোড়ায় পাবেন।

বনফুল কোম্পানির মালিক পক্ষের প্রজেক্ট সুপার ভাইজার আব্দুর গফুর এর সাথে কথা বলে জানা যায়, খুলনায় বনফুলের একটি প্রজেক্ট আছে। ঐ প্রজেক্ট স্থানান্তর করে গোপালগঞ্জের বিসিক এর ভিতর আনা হচ্ছে।                                      পদ্মা সেতু ও ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করে গোপালগঞ্জের প্রজেক্টটা খুলনার তুলনায় ৩ গুণ বড় হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় প্রায় ৫০০ বেকার জনগোষ্ঠীর ।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার কারণে দক্ষিণ-পশ্চিমঅঞ্চলের শিল্পের দিন দিন ব্যাপক প্রসার ঘটেছে।

বনফুল খুলনা বিভাগের এ, জি, এম মো: ইব্রাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী মাসে প্রজেক্ট চালু করার সময় বনফুলের ম্যানেজিং ডাইরেক্টর সদ্য নির্বাচিত জাতীয় সংসদের সদস্য জনাব এম, এ মোতালেব সাহেব উপস্থিত থেকে প্রজেক্ট উদ্বোধন করবেন।

গোপালগঞ্জ বাসীর সার্বিক সহযোগিতায় বনফুল অ্যান্ড কোং  সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি