যুগকথা রিপোর্টঃ
দীর্ঘ তীব্র তাবদাহের পর সস্তির বজ্রবৃষ্টি কেড়ে নিল গোপালগঞ্জের কোটালীপাড়ার দুই জন শ্রমিক ও দুটি গবাদি পশুর প্রাণ। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। জনা যায়, উপজেলার কলাবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের নগেন্দ্রনাথ বল্লভের ছেলে সঞ্জিত বল্লভ (২০) পার্শ্ববর্তী মাদারীপুরে মিষ্টির দোকানে শ্রমিক হিসাবে কাজ করে আসছিলেন। বৃষ্টির শুরু হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সঞ্জিতকে। এ ছাড়াও একই ইউনিয়নের নলুয়া গ্রামের অবিনাশ হালদারের ছেলে কৃষক অখিল হালদারের দুটি গাভী নিজ গোয়ালঘরে বাধা অবস্থায় বজ্রপাতে নিহত হয়। অন্য দিকে একই দিনে আমতলী গ্রামের কাশেম আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন বেপারী (৫৫) শ্বশুরবাড়ী টুঙ্গিপাড়ার চর গোপালপুর বেড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় বলে জানিয়েছেন আমতলী ইউপি সদস্য সেলিম মিয়া।