কথিত আব্বা বাহিনীর ‘বাবা’ ফেরায় এলাকায় আবার আতঙ্ক

কথিত আব্বা বাহিনীর ‘বাবা’ ফেরায় এলাকায় আবার আতঙ্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কথিত আব্বা বাহিনীর প্রধান বাছের উদ্দিন এলাকায় ফিরেছেন। তিনি এই বাহিনীর মাঠের নেতা আফতাব উদ্দিন ওরফে রাব্বির বাবা। বাছেরকে ঘিরে আবারও সক্রিয় হয়েছেন বাহিনীর সদস্যরা। এতে এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।  

আব্বা বাহিনীর টর্চার সেলে সাইফুল ইসলাম ওরফে রাসেল নামের নিজেদেরই এক সদস্যকে নির্যাতন করে হত্যার পর থেকে আব্বা বাহিনী পরিচালনার দায়িত্বে থাকা বাবা-ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে রাসেল হত্যার ঘটনায় ছেলে আফতাব পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাবা বাছের ছিলেন পলাতক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাছের উদ্দিন এলাকায় ফিরেই ভোল পাল্টেছেন। এখন তিনি বলছেন, ‘ছেলে (আফতাব) অপরাধ করলে তাঁর বিচার হবে।’ এ বিষয়ে প্রথম আলোকেও তিনি প্রায় একই কথা বলেছেন। বাছের আজ রোববার বলেন, ‘আমি অসুস্থ। দুবার স্ট্রোক করেছি। রাসেলের পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এই রাসেল আমার এখানে মানুষ হয়েছে। এখন তার পরিবার অপপ্রচার চালিয়ে গুজব ছড়াচ্ছে। আর আমার ছেলে আফতাব অপরাধ করলে তার বিচার হবে। আমরা চাই, প্রকৃত দোষীদের বিচার হোক।’