গোপালগঞ্জে আগুনে পুড়ে নারী নিহত

গোপালগঞ্জে আগুনে পুড়ে নারী নিহত
যুগকথা রিপোর্ট : 
গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে স্বপ্না দাস(৪৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যাওয়া ওই নারী একই গ্রামের রুপ দাসের স্ত্রী।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুপুরে স্বপ্না দাস ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। তখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।পরবর্তিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই নারী আর ঘর থেকে বের হতে পারেননি। 
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগে ওই নারী ও তার বসতঘর সহ নগদ টাকা এবং মালামাল পুড়ে যায়। এতে অন্তত প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়ীতে ওই নারী ছাড়া আর কেউ ছিলেন না।