১১৪ শিক্ষার্থী পেল গোপালগঞ্জ জেলা পরিষদের শিক্ষাবৃত্তি
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে এসএসসি ও এইচ এস সি তে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।
আজ রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানেঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো. গোলাম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক অরুণ কুমার সোম, শিক্ষার্থী সাদিয়া, মোহাম্মদ আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের শর্টলিপিকার সুজন কুমার মজুমদার।পরে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত জেলার ৫ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫০০০ টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।