যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও সন্তানের মৃত্যুর অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লিনিক বন্ধ সহ ডাক্তার প্রভাস মন্ডল এর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত আফরোজা বেগম এর স্বজনসহ স্থানীয় কয়েকশো মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উল্লেখ্য গত মার্চ মাসের ১৪ তারিখে আফরোজা বেগম নামে এক প্রসূতিকে সিজারিয়ানের এর জন্য কোটালীপাড়া উপজেলার নারায়ন খানা ইউনাইটেড হসপিটালে নিয়ে যায় পরিবারের লোকজন। এরপর রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় ডাক্তার প্রভাস তার ২ঘণ্টা পরে পরিবারের লোকজনকে জানায় আফরোজা বেগম এবং তার অনাগত সন্তান দুজনেই অপারেশনের আগেই নিহত হয়েছে।
এ ঘটনায় মৃত আফরোজা বেগমের মাতা মনিকা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে কোটালীপাড়া থানা পুলিশ ডাক্তার প্রভাস মন্ডলকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। সম্প্রতি ডাক্তার প্রভাস মন্ডল জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।