বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন মার্চ পর্যন্ত
বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে সারা দেশ থেকে লোক নেবে। বিমানবাহিনীর ওয়েবসাইট ও পত্রিকায় এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
যেসব শাখায় নিয়োগ
লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল (ডিই-২০২৪বি কোর্স) ও শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (এসপিএসএসসি-২০২৪বি) কোর্সে নিয়োগ দেওয়া হবে।