বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের  শ্রদ্ধা
যুগকথা রিপোর্ট:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে পুষ্প মাল্য অর্পণ করেছেন র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।আজ বুধবার বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধা  নিবেদন শেষে  ৭৫ সালের ১৫ আগস্ট  বঙ্গবন্ধু সহ  সকল শহীদদের  রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় । দোয়া ও মোনাজাত শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিতে সংরক্ষিত বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময়,  র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে অন্যতম একটি নিরাপদ দেশ। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছি। বেনজির প্রসঙ্গে তিনি বলেন এটি ব্যক্তি বিষয় এ জন্য কখনোই ‍্যাব ফোর্সেস কে দায়ী অথবা জড়িয়ে কথা বলা যাবে না।