যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগন।
গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তারসহ ৪৫ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন।