যুগকথা রিপোর্ট:
বিশ্ব কন্যা শিশু দিবস - ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর উদ্যোগ গোপালগঞ্জে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতানকে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড -২০২৪ এ ভূষিত করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের "কবি সুফিয়া কামাল" মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস - ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃতি, নৃত্য পরিবেশন এবং গুণীজন সংবর্ধনা শেষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক রেজাবুদৌলা চৌধুরী।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন। সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার খ্যাতিমান ঠিকাদার প্রয়াত এফ এম সুলতানের ছেলে।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষে একটা দায়িত্ব মনে করি। এ পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা যায়।