যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে জয়দ্ধনি সম্মেলন কক্ষে ১৩ মার্চ দিনব্যাপী একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালার বিষয় ছিলো উপজেলা পর্যায়ে এওয়ারনেস ক্যাম্পেইন অন ফুড সেফটি,ফুড হাইজিন,এনেমিয়া এন্ড ম্যালনিউট্রেশন এন্ড হেলদি এগেইন।
কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।কর্মশালা উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সিভিলে সার্জন গোপালগঞ্জ।উল্লেখিত বিষয়ভুক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডাঃএস এম সাকিবুর রহমান এমও সিএস,অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক, সমাজকর্মী,নির্বাচিত জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।সভাপতিত্ব করেন ডাঃমোহাম্মদ জিল্লুর রহমান সিভিল সার্জন, গোপালগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, গোপালগঞ্জ।