গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামি রনি সিকদারকে ওরফে মুতকুরা রনি (৩৮) গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার (২৩ অক্টেবর) রাতে গোপালগঞ্জ শহরতলীর সরকারি বীণাপাণি স্কুল এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার করে তাকে গোপালগঞ্জ সদর থানায় জিজ্ঞাসাবাদ এর জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আসামিকে আদালতে পাঠানো হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রনি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার মাসুদ সিকদারের ছেলে।
এদিকে রনি সিকদারকে ওরফে মুতকুরা রনির গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। তার ভয়াবহ আচরণের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস করেনি। যে প্রতিবাদ করতে গিয়েছে সে হামলার শিকার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, দীর্ঘদিন পরে হলেও মুতকুরা রনিকে অবশেষে গ্রেফতার হয়েছে এটাই আমাদের জন্য সুখবর। এতদিন সে বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় নানা ধরনের অপকর্ম করে বেড়ালেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে। তার কারণে এলাকার অনেক যুবক মাদক এবং সন্ত্রাসী জীবন এ প্রবেশ করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রনি সিকদার ওরফে মুতকুরা রনি সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, মারামারি মামলা ১০টি এবং মাদক মামলা রয়েছে ১৬টি। তাকে আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।