গোপালগঞ্জে শুরু হয়েছে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট।

গোপালগঞ্জে  শুরু হয়েছে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট।

যুগকথা রিপোর্ট :

আজ ১২ই ফ্রেব্রুয়ারি সোমবার বিকেলে নানা রঙের ফানুশ বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালগঞ্জের মানবিক পুলিশ সুপার-
আল বেলি আফিফা।

 ৮টি দলের অংশগ্রহণে মাধ্যমে উক্ত খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
দলগুলো হলো গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া থানা, পুলিশ অফিস, ট্রাফিক পুলিশ দল এবং পুলিশ লাইন দল।

সোমবারের প্রথম দিনের উদ্ভাবনী খেলায় কোটালীপাড়া, পুলিশ লাইন, পুলিশ অফিস এবং ট্রাফিক পুলিশ দল বিজয়ী হয়েছে।

আগামীকাল বিজয়ী দলগুলো সেমিফাইনাল খেলায় অংশ নেবে এবং পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।