গোপালগঞ্জে চলন্ত ট্রাক উল্টে চালক নিহত; আহত ১

গোপালগঞ্জে চলন্ত ট্রাক উল্টে চালক নিহত; আহত ১
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক উল্টে ট্রাক চালক নিহত হয়েছে। নিহত ট্রাকচালকের নাম সুমন মালো (৩৮)। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।  আজ বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে পোনা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ট্রাক চালক ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামের বাসিন্দা।
নিহত সুমন একটি খালি মিনিট্রাক নিয়ে ঢাকা থেকে নড়াইল যাচ্ছিলেন। ট্রাকটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সুমন নিহত হন ও তার সঙ্গে থাকা সোহাগ মিয়া গুরুতর আহত হন।
নিহতের মরাদেহ পুলিশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ট্রাক ড্রাইভার এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।