গোপালগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চতুর্থ শ্রেণির একটি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ একজন মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে।
কাশিয়ানী থানার অফিসার-ইন-চার্জ জিল্লুর রহমান জানান, এই ১০ বছরের শিক্ষার্থীকে তার মা বেশ কয়েকবারের ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। তারপর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হেলাল উদ্দিন আল আজাদ, যাকে হেলাল খান নামেও চিনা হয়ে থাকে (৩০)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইটমুকড়া গ্রামের মো. তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলা বাগঝাপা এলাকায় বসবাস করছেন।
ওসি জিল্লুর বলেন, বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন যাবৎ হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদরাসা নামে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদরাসা পরিচালনা করছিলেন হেলাল খাঁ। “মাদরাসার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন তিনি। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মাদরাসার দুই কর্মচারী ফায়েকুজ্জামান ও মোসা. খাদিজা বেগমের সহায়তায় এই ছাত্রীকে ধর্ষণ করা হয়।” পরে বিষয়টি জানতে পেরে রোববার ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেন। ওসি আরও জানান, গ্রেপ্তার শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠা অপর দু’জন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।