কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১’র প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোটালীপাড়া বে-সরকারী হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানান শ্রেণি পেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলী শেষে ৫২’র ভাষা শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকাল সাত টায় জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ। পরে প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। সন্ধায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সহ সভাপতি এইচ এম অহিদুল ইসলাম, বিমলেন্দু সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, আওয়ামীলীগ নেতা- আতিকুজ্জামান বাদল, মাজাহারুল আলম পান্না, মিজানুর রহমান তাজ বুলবুল, ইউপি চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, রাফেজা বেগম, বীর মুক্তিযোদ্ধা- মোদাচ্ছের হোসেন ঠাকুর, তৈয়াবুর রহমান সরদার, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাডিয়া, শিক্ষক ইদ্রিসুর রহমান, হাবিবুর রহমান মুকুল প্রমূখ।