কোটালীপাড়ায় মাদক সেবনের প্রতিবাদ করায় কবিরাজের উপর সন্ত্রাসী হামলা।
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের প্রতিবাদ করায় সুশীল রায় নামে এক কবিরাজের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কোটালীপাড়া উপজেলার কান্দী ইউনিয়নের তারাকন্দ ব্রীজের উপর এ ঘটনা ঘটে। এ ব্যপারে সুশীল রায় কোটালীপাড়ায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
আজ বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার বিস্তারিত জানিয়ে সুশিল রায় সাংবাদিকদের বলেন, ঘটনার দিন রাতে আমি ধর্মীয় গান শুনে বাড়ী ফিরছিলাম।
মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে আমি উপজেলার তারাকান্দ ব্রীজের উপর পৌছালে আগের থেকে ঔৎ পেতে থাকা কয়েকজন বখাটে যুবক আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে।
আমার চিৎকারে পাশ্ববতী লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যপারে উপজেলার পিনজুরী গ্রামের শাহাদাত বিশ্বাসের ছেলে আমিন বিশ্বাস (২৫) ও রুহুল মেম্বারের ছেলেসহ কয়েকজনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি