কোটালীপাড়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

কোটালীপাড়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটর সাইকেলের ধাক্কায় আলীল বিশ্বাস (৭০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের মৃত জোনাব আলী বিশ্বাসের ছেলে। আজ মঙ্গলবার সকাল নয় টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ী স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত আলীল জেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হয়ে মাঝবাড়ী স্ট্যান্ডে এসে পৌছায়। বাসে উঠার জন্য রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুত গতির মটর সাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। অবস্থা বে গতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পথিমধ্যে এ্যাম্বুলেন্সেই মারা যায় আলীল বিশ্বাস। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা