কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন করা হয়েছে।
বুধবার সকাল ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
দিবসটি পালনে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় পরবর্তীতে উপজেলার লাল শাপলা হলে একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নন্দা সেনগুপ্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।