কোটালীপাড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন (ইসকন) নিষিদ্ধের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করেছে কোটালীপাড়া উপজেলা ওলামা  মাশায়েখ।  এ উপলক্ষে আজ বুধবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের রাস্তায়  বিভিন্ন মুসলিম সংগঠন ও   জামাতুল মুজাহিদীন  নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ মিছিল  করেন। 

উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের ইসকন এর সদস্য চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম জ্বালাও পোড়াও মসজিদ ভাঙচুর এবং চট্টগ্রামে মুসলিম  উকিলকে  হত্যাযজ্ঞ চালায় এই সংগঠনটি। 
তারই প্রতিবাদে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় এই বিক্ষোভ সমাবেশ করেছে কোটালীপাড়া জামাতুল মুজাহদিন ও  ওলামা শায়েখ । উপজেলার বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও বিভিন্ন ইসলামী দলসমূহ এ বিক্ষোভ সমাবেশে মিছিল সহকারে দলে দলে যোগদান করে উপজেলা চত্বরে সামনের রাস্তা  এবং তার আশপাশের এলাকায়  লোকারণ্য হয়ে যায়। এ সময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও ইসলামী বক্তব্যসমূহ সহকারে হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে । কোটালীপাড়া ওলানা মাশায়েখের সভাপতি কবিরুল ইসলাম (দাঃবাঃ) এর  সভাপতিত্বে   নেতাকর্মী ও উপজেলা জাতীয়তাবাদী দল  বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন । 
সভায় নেতাকর্মীরা বলেন , ৯২পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে এমন একটি নিষিদ্ধ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এভাবে মুসলমানদের উপরে নির্যাতন জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ ভাঙচুরের ঘটনা ঘটানোয় আমরা এর তীব্র ঘৃণা ও  ক্ষোভ প্রকাশ করছি। সাথে সাথে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য চিন্ময় কে দ্রুততার সাথে ফাঁসির দাবি ও এই জঙ্গি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন (ইসকন) কে অতি দ্রুততার সাথে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি । 
পরিশেষে বক্তারা বলেন এই সংগঠনটি আমাদের দেশের প্রশাসনকেও ছাড় দেয়নি, তাই যদি এই সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো ।