একাধিক মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ।

একাধিক মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ।

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তারাইল বাজারে অস্ত্র, মাদক, চাঁদাবাজী সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোকলেশ মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনগণ। মোকলেশ মোল্লা কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের কালা মিয়া মোল্লার ছেলে। 
গতকাল বিকালে কাশিয়ানি উপজেলার তারাইল বাজারে মাদক সংক্রান্ত বিষয়ে মোকলেস মাদক কারবারীদের সাথে কথা বার্তার সময় উত্তেজিত জনগণ মোকলেসকে ধরে গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে জায়। চেয়ারম্যান তখন কাশিয়ানি থানায় ফোন করে তাকে পুলিশের কাছে দিয়ে দেয়।  
ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ইসতিয়াক পটু বলেন, তারাইল বাজারে মোকলেস মোল্লা মাদক সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা করার সময় তাকে উত্তেজিত জণগণ গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসে। পরে আমি কাশিয়ানী থানায় ফোন করে তাকে পুলিশে সোর্পদ করি। মোকলেসের নামে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে এবং সে ওয়ারেন্টভুক্ত আসামী।   
এ বিষয়ে কাশিয়ানি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, মোকলেস মোল্যা মাদক মামলার ওয়ান্টেভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গতকাল বিকালে তারাইল বাজারে জনগণ তাকে গণধোলাই দিয়ে চেয়ারম্যানের মাধ্যমে আমাদের খবর দেয়। আমরা তাকে পুলিশ পাহারায় গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়