যুগকথা রিপোর্ট:
মিয়ানমার থেকে আমাদের দেশে মাদক আসার বিষয়টি রাজনৈতিক উল্লেখ করে RAB ডিজি এম খুরশীদ হোসেন বলেছেন, মিয়ানমারের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী আমাদের জালে।যে কোন সময় ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রী কলেজ মাঠে শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, মিয়ানমার অনেক আগে থেকেই পায়ে পা লাগিয়ে আমাদের সাথে ঝগড়া করার জন্য প্রস্তুত রয়েছে।তারা আমাদের দেশে মাদক ঢুকিয়ে, রোহিঙ্গা পাঠিয়ে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী তাদের উস্কানীতে কান দেননি।কেননা আমরা শান্তিতে বিশ্বাস করি।
এরআগে র্যা ব ডিজি এম খুরশীদ আলম কাশিয়ানী এম এ খালেক কলেজ মাঠে আয়োজিত কাশিয়ানী উপজেলার ১শ’ ৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে র্যা বের উর্দ্ধতন কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন, শিক্ষক ও কৃতিশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, র্যা ব ডিজি এম খুরশীদ হোসেন বিগত ১৯৮০ ও ৮১ সালে এই কলেজের শিক্ষার্থী ছিলেন।